সৌদি আরবের অর্থনীতির জন্য বাংলাদেশের অর্থনীতি পরিপূরক হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। ড. আহসান এইচ. মনসুর আজ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি লক্ষ্য করেছি যে, পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে বিনিয়োগ করেনি। আমার বিনীত প্রস্তাব হলো- সৌদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাংলাদেশেও আসা উচিত। আহসান এইচ. মনসুর উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অপার সম্ভাবনা রয়েছে। দেশ দুটির অর্থনীতি শ্রম, বাণিজ্য...