চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৭ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ১১৬ মিলিয়ন ডলার। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা ৫৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। আরও পড়ুনআলোচিত সেই বিড়ালটি কার, জানালেন তারেক রহমানএদিকে, গত ২০২৪-২৫...