মাগুরার শালিখা উপজেলার তালখড়ি বাজার এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তালখড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের আরএমও...