আপনি প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান, তবুও সারাদিনে ক্লান্তি, ঝিমুনি আর মনোযোগের অভাব অনুভব করেন? অনেক সময়ই এর পেছনে লুকিয়ে থাকে শরীরে ভিটামিনের ঘাটতি। বিশেষজ্ঞদের মতে, মূলত ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর অভাব এই আলস্য ভাবের জন্য দায়ী। ভিটামিন ডির কমতি হলে হাড় দুর্বল হয়, চুল পড়ে এবং সারাদিন শরীর ও মন ক্লান্ত থাকে। অন্যদিকে ভিটামিন বি১২-এর ঘাটতি থাকলে কাজ করার আগ্রহ কমে যায় এবং সারাদিন আলস্য ভাব ঘিরে ধরে। ভিটামিন ডি-র অভাব সাধারণত দেখা দেয় দীর্ঘদিন রোদে না বের হওয়ার কারণে। এ সমস্যা এড়াতে প্রতিদিন দুধ, দই বা পনির জাতীয় খাবার...