রাজশাহীর দুর্গাপুরে কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীর বই কিনতে সহায়তায় পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীর নিকট সহায়তার অর্থ প্রদান করা হয়। জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুর্গাপুর ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সহযোগিতা চেয়ে একটি লিখিত অবেদন করেন। সেখানে ওই শিক্ষার্থী লিখেন, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি দুর্গাপুর ডিগ্রী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। কলেজ থেকে বুকলিস্ট প্রদান করেছে বইগুলো আমি কিনতে পারিনি। আমার বাবা হতদরিদ্র অসুস্থ মানুষ তার পক্ষে এতগুলো টাকা একসাথে ব্যবস্থা করা সম্ভব না। বইয়ের অভাবে পড়ালেখা বাধাগ্রস্ত হচ্ছে। তাই বইগুলো কিনতেই সহযোগিতা কামনা করেন। আবেদনে সারা-দিয়ে ইউএনও বই কেনার জন্য অর্থ সহযোগিতা প্রদান...