নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ার ইউনিয়নের ধানাইদহপাড়া ও রামকান্তপুর গ্রামের বেনারসি পল্লী বিলুপ্তির পথে। খট খট শব্দে ও ক্রেতাদের অনাগোনায় মুখরিত থাকত এই বেনারসি পল্লী। বেনারসি পল্লীটি এখন বিপর্যয়ের মুখে। বেনারসি শিল্লীরা হতাশায় দিন অতিবাহিত করছেন। বাপ-দাদাদের নিজস্ব পেশা ছেড়ে জীবিকার জন্য অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন। জানা যায়, ২০ থেকে ২২ বছর আগে গড়ে ওঠা এই বেনারসি পল্লীতে প্রায় ৩৫ পরিবারে শতাধিক তাঁতীর মধ্যে এখন মাত্র একটি তাঁতে তৈরি হচ্ছে জামদানি শাড়ি। ভারতীয় শাড়ির জন্য বেনারসি পল্লীর শাড়ির মার্কেটে বিক্রয়ে ধস নামায় নামমাত্র দামে সবাই তাঁত বিক্রি করে দেন তাঁত মালিকরা। এ কারণে তাঁত মালিকরা এখন পথে বসেছেন, মার্কেটে শাড়ির চাহিদা না থাকায় ঐতিহ্য ধরে রাখতে বেনারসি পল্লীতে জামদানি শাড়ি বুনে কোনো রকমে দিনাতিপাত করছেন তাঁত মালিক শাহ্ আলম। সরেজমিন...