০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে এশিয়া থেকে আমেরিকায় আগত শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২৪ শতাংশ কমেছে, যা কোভিড-১৯ মহামারীর বাইরে আগস্ট মাসের সর্বনিম্ন সংখ্যা।মার্কিন বাণিজ্য বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন (আইটিএ) কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমনের রেকর্ডের উপর ভিত্তি করে তৈরি এই তথ্যে নতুন শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রে ফিরে আসা বিদ্যমান শিক্ষার্থী উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়। আগস্ট মাসের আগমনের তথ্য সাধারণত মার্কিন স্কুলে ভর্তির একটি নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে কারণ শিক্ষার্থীরা সাধারণত সেই মাসে শরৎ সেমিস্টারের জন্য নির্ধারিত সময়ে পৌঁছায়, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে শুরু হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক গৃহীত একাধিক পদক্ষেপের সাথে এই হ্রাস মিলে যায়, যার মধ্যে রয়েছে ভিসা...