ডিজিটাল যুগে অনেকে চিকিৎসকের কাছে না গিয়ে শরীরের সমস্যা বুঝতে এআই চ্যাটবটের সাহায্য নিচ্ছেন। গুগল সার্চ বা এআইয়ের মাধ্যমে উপসর্গ নির্ণয় করা এখন অনেকের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, কিছু স্বাস্থ্য সমস্যা এতটাই গুরুতর যে সেখানে এআইয়ের পরামর্শ গ্রহণ বিপজ্জনক। ভারতের গ্লিনিগলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মঞ্জুষা আগরওয়াল জানান, “কিছু ক্ষেত্রে একেবারেই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়। এতে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে।” 🔹 ভুল তথ্য বা রোগনির্ণয় দিতে পারে, চিকিৎসা নেওয়াতে বিলম্ব ঘটাতে পারে। 1. বুকের ব্যথাহঠাৎ বুকের ব্যথা হার্ট অ্যাটাক বা হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। এক মুহূর্তও বিলম্ব না করে ডাক্তার দেখানো প্রয়োজন। 2. স্ট্রোকের লক্ষণমুখ বেঁকে যাওয়া, হাত-পা দুর্বল হওয়া, জড়ালো কথা বলা বা হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা—এসব স্ট্রোকের ইঙ্গিত। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, তাই...