০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম অল্প পুঁজি নিয়েও শুরুর দিকের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সম্ভাবনা জাগাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু টিভি আম্পায়ারের দুটি বিতর্কিত সিদ্ধান্ত পক্ষে না পাওয়া এবং শেষের দিকের আলগা বোলিংয়ে ইংল্যান্ডের কাছে হেরে গেল মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছিল তারা। ভারতের গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ২ বল বাকি থাকতে ১৭৮ রানে গুটিয়ে যায়। জবাবে একটা পর্যায়ে ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১০৩। সেখান থেকে জয় নিয়ে ফেরে ইংলিশরা। ২৯ বলে ২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ও শারমিন আকতার। ৯ বলে ৪ রান করে...