জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা সাইমা বিশেষ পুরস্কার পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের পক্ষ থেকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার কিরাত ইভেন্টে চল্লিশোর্ধ প্রতিযোগীর মধ্যে অংশ নেন খাদিজাতুল কোবরা। তিলাওয়াত শেষে তিনি অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “আমি ছয় বছর ধরে জগন্নাথে অধ্যয়ন করছি। প্রতি বছর এমন আয়োজনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কখনো সুযোগ পাইনি। এবছর সুযোগ পেয়ে আমি আনন্দিত। জানি, কোনো পুরস্কার পাব না; তথাপি মনের আনন্দে এবং আয়োজকদের উদ্যোগকে স্বাগত জানাতেই অংশ নিয়েছি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে এবং মহানবী (সা.)-এর শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে সহায়ক হবে।” উল্লেখ্য, খাদিজার...