গত বছর জুলাই- আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি পরিণত হয় ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পতন হয় ১৬ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে নিষিদ্ধআওয়ামী লীগ নিয়ে নতুন একটি গান, যা রাজনৈতিক মহলে এবং সাধারণ নাগরিকদের মধ্যে আলোচনা তুঙ্গে তুলেছে। গানটির লিরিক্সে দেখা যাচ্ছে গণভবনের অতীত সময়ের আড্ডা এবং সোনালী দিনগুলোকে নিয়ে একটি নস্টালজিক এবং সমালোচনামূলক আঙ্গিক। গানটিতে বলা হয়েছে:"গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই। আজ আর নেই..."লিরিক্সে আরও উল্লেখ আছে, আপা দিল্লিতে, কাদের কলকাতায়, কেউ কোনো খবরে নেই; ফেসবুকের দোসর সেই, চাটুকারের দল পালিয়ে গেছে ভারতে। হাসিনাকে ভালোবেসে আঘাত পেয়ে যে শেষ পর্যন্ত ঢাকার গারোদে আছে, ইনু...