এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে আগেই দেশের মাটিতে পা রেখেছিলেন ফাহমিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরীসহ অন্যান্যরা। এবার বাংলাদেশে এসেছেন কানাডা লিগে খেলা সামিত সোম। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকায় পৌছান তিনি। সামিত সোমের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পোস্টে লিখেছে, ‘ঢাকায় আপনাকে স্বাগতম সামিত সোম। সামিত ঢাকায় মাটিতে পা রেখেছেন, পরবর্তী ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত তিনি।’ গতকাল সোমবার দেশের মাটিতে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো মিডফিল্ডার হামজা চৌধুরী। গতকাল এসেই অনুশীলন করেছেন তিনি, আজ সংবাদমাধ্যমে কথাও বলেছেন। জানিয়েছেন, বাংলাদেশের ম্যাচ জয়ের খুব সম্ভাবনা রয়েছে। ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপে হংকং...