ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাসে একটি ‘সাজানো হামলার’ পরিকল্পনা নস্যাৎ করেছে। তিনি দাবি করেছেন, এই হামলার উদ্দেশ্য ছিল ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা আরও বাড়ানো। এমন এক সময় তিনি এই দাবি করলেন যখন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশটির উপকূলে সামরিক উপস্থিতি জোরদার করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, আমাদের কাছে দুটি নির্ভরযোগ্য সূত্র ছিল, একটি দেশীয় এবং একটি আন্তর্জাতিক। তারা জানিয়েছিল, স্থানীয় দক্ষিণপন্থি উগ্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র দূতাবাসে বিস্ফোরক বসানোর পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, এই তথ্য পাওয়ার পর আমরা দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করি দূতাবাসের আশপাশে। দুই সূত্রই একমত ছিল যে, একটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী দূতাবাসে বোমা স্থাপনের চেষ্টা করতে পারে। মাদুরো দাবি করেন,...