সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে নেয়ার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে মন্তব্য করে শিক্ষক সমাজকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন।’ তিনি মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দীতে শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ আহবান জানান। আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বিভিন্ন দাবি তুলে ধরে এ সমাবেশ আয়োজন করে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে, সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, সেদিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন।’ অন্তর্বর্তী সরকার...