বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি বিবেচনায় এনে ‘উচ্চ পর্যায়ের কমিশন’ এবং শিক্ষা কারিকুলাম পুনর্গঠনের জন্য ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আমরা যদি আমাদের শিক্ষা, আমাদের জাতিকে গঠন করে তুলতে চাই, তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেগুলোকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে, কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এছাড়া আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে। “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ...