শারজায় সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই বুধবার থেকে শুরু ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। দলের নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে এই সংস্করণে আফগানিস্তান দলের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী। বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আফগানদের আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই রান তাড়া করে জয় পায় তারা। প্রথম ম্যাচ ৪ উইকেটে এবং পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ২ ও ৬ উইকেটে জিতে টাইগাররা। ওয়ানডে সিরিজে আফগানিস্তানের...