অন্তবর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো দুটি সংবাদভিত্তিক টেলিভিশন স্টেশন সম্প্রচারের লাইসেন্স পেয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন নতুন দল এনসিপি ও জাতীয় নাগরিক কমিটির দুজন। টেলিভিশন স্টেশন দুটির নাম ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। সবকিছু ঠিক থাকলে আসছে ২০২৬ সালের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে টিভিগুলো সম্প্রচারে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত ২৪ জুন নেক্সট টিভির অনুমোদন দেওয়া হয়েছে। ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে অনুমোদন পেয়েছে এ টেলিভিশন। অফিসের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। এই টেলিভিশনের এমডি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। এক সময় তিনি ইংরেজি দৈনিক বিজনেস পোস্ট, বাংলা দৈনিক দেশ রূপান্তর ও নয়াদিগন্তে কাজ করেছেন। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আছেন। আর গত ১৪ জুলাই ‘লাইভ টিভি’ অনুমোদন...