ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পিআর নিয়ে আমরা শেষ পর্যান্ত লড়তে থাকব। তারপর যদি সরকার না মানে তাহলে পরবর্তীতে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে নির্বাচনে যাব কি না।মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, একটি দল চাঁদাবাজি করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের ওপর হামলা করছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। পিআর না হলে দেশের বেশিরভাগ ভোটারের মূল্যায়ন হয় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোট দানকারীর মূল্যায়ন থাকবে এবং প্রত্যেক দলের প্রতিনিধি সংসদে থাকবে।তিনি আরও বলেন, পিআর নির্বাচনের জন্য আমরা ২০০৮ সাল থেকেই চেয়েছিলাম। এটি দেশের কল্যাণের জন্য একটি উত্তম পদ্ধতি নির্বাচন।একযোগে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগপিআর পদ্ধতি জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার...