বিশ্বকাপ মঞ্চে লড়াইয়ের দৃঢ়তা দেখালেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের গোঁয়াহাটিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও নিগার সুলতানা জ্যোতির দল রেখে গেল আশার আলো। ইংল্যান্ডের জয় এসেছে ২৩ বল হাতে রেখে, ৪ উইকেট বাকি থাকতেই।প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। ওপেনার রুবেয়া হায়দার দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। এরপর অধিনায়ক নিগার সুলতানাও (০) ব্যর্থ হয়ে ফেরেন। তবে সোবহানা মোস্তারির সাহসী ব্যাটিং দলকে টেনে তোলে। ৬০ রানের ইনিংসে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।শেষদিকে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের ইনিংসে চারটি চার আর একটি ছক্কার শট খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে আট-নয়-দশ নম্বরে নেমে খেলা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের (১৫৯.২৫) ইনিংস। তার ক্যামিওতেই...