কর্মসংস্থান ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সঙ্গে আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে বেরোবির সাবেক শিক্ষার্থীদের হাতে গড়া স্বনামধন্য ওই দুই প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।আরো পড়ুন:প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বেরোবিএকাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ৪৭০ শিক্ষার্থী একাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ৪৭০ শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আলফা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ কুমার রায় এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ আল সাগর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও গবেষণা, উদ্ভাবন ও শিল্প ক্ষেত্রের বাস্তব চাহিদা পূরণে...