চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রচারপত্রে সয়লাব। এর মাঝে ব্যতিক্রমী প্রচারপত্র দেখা গেছে শাহজালাল হলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাহমুদুর রহমান তামিমের। তামিম তার প্রচারপত্র তৈরি করেছেন ‘বন কাগজ’ দিয়ে। নিজের ছবি সম্বলিত এ প্রচারপত্রে লেখা আছে তার ব্যালেট নম্বরও। বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমি পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি, সেহেতু পরিবেশ দূষণের বিষয়টিও আমাকে দেখতে হবে। সাধারণ কাগজ যেখানে সেখানে ফেলা হলে সহজে নষ্ট হয় না। সেজন্য আমি বন কাগজ দিয়ে প্রচারপত্র তৈরি করেছি। “রিসাইক্লিং করে তৈরি করা এ কাগজটিতে গাছের বীজ আছে। সেটি মাটিতে ফেলে দেওয়া হলে নষ্ট হয়ে গাছ জন্মাবে।” তামিম বলেন, এ প্রচারপত্রটি চট্টগ্রামে ছাপানো যায়নি। সেজন্য...