স্প্যানিশ ফুটবলের সোনালি প্রজন্মের আরেক অধ্যায়ের ইতি টানলেন জর্দি আলবা। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার জানালেন, চলতি মৌসুম শেষে তিনি ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন। ইন্টার মায়ামির হয়ে মেসি ও বুসকেটসের সঙ্গে খেলে ক্যারিয়ারের শেষ সময়টা উপভোগ করলেও, এবার বিদায়ের সুর তুললেন অভিজ্ঞ এই লেফট-ব্যাক।২০১২ সালের ইউরো জয়ী স্পেন দলের অন্যতম সদস্য এবং ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার ফুটবলার আলবা তার বিদায়ী ভিডিও বার্তায় লিখেছেন, ‘সময় এসেছে ক্যারিয়ারের একটি অধ্যায় বন্ধ করার। আমি বিশ্বাস, সন্তুষ্টি ও আনন্দ নিয়ে অবসর নিচ্ছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। ধন্যবাদ, ফুটবল, এত কিছু দেওয়ার জন্য।’কয়েকদিন আগেই ইন্টার মায়ামির হয়ে খেলা সার্জিও বুসকেটস অবসরের ঘোষণা দেন। তার পথ ধরে এবার আলবাও ঝুলিয়ে রাখছেন বুট। ৩৭ বছর বয়সে বুসকেটস আর ৩৬ বছর বয়সে আলবার বিদায় মানে, স্প্যানিশ ফুটবলের...