গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলো চলতি বছরের চতুর্থ প্রান্তিকে একীভূত পর্যটক ভিসার পাইলট ধাপ চালু করবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মাররি। তিনি জানিয়েছেন, একীভূত জিসিসি পর্যটক ভিসা শেনজেন ধাঁচের ভিসার মতো ভ্রমণকারীদের ছয়টি জিসিসি দেশেই ভ্রমণের সুযোগ দেবে। তিনি বলেন, এটি আঞ্চলিক ঐক্যকে আরও গভীর করার একটি কৌশলগত পদক্ষেপ এবং উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা নামে পরিচিত এই ভিসার পূর্ণাঙ্গ বাস্তবায়ন পরবর্তীকালে চালু করা হবে। তবে তিনি ভিসাটির সুনির্দিষ্ট উদ্বোধনের তারিখ প্রকাশ করেননি। এর আগে ২০২৫ সালের ১৬ জুন, আল মাররি খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,...