জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ এসেছে নির্বাচন কমিশনের সংলাপে। মঙ্গলবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অধিকারকর্মীরা এই সুপারিশ করার পাশাপাশি নির্বাচনের আগে-পরে নারী প্রার্থী ও ভোটারদের ওপর সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপের আহ্বানও জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে সিইসি ভোটার তালিকা হালনাগাদে দেশে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ‘জেন্ডার ফ্রেন্ডলি’ করার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন তিনি। অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন যেমন, এর সঙ্গে আমি যোগ করবো একটা ‘জেন্ডার ফ্রেন্ডলি ইলেকশন’। আমার পক্ষ থেকে এটা যোগ করলাম।” দেশের জনসংখ্যা বিবেচনায় নারী...