ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই হোম সিরিজের সূচিতেই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টি হবে আগে ঘোষিত তারিখের পরদিন। দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল আগামী ২০ অক্টোবর, একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর। একইভাবে একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৮, ২১ ও ২৩ অক্টোবর ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। তিন ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। বাংলাদেশ দল এই মুহূর্তে আরব আমিরাতে আছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। আজ আফগানদের বিপক্ষেই শুরু হবে তাদের তিন...