০৭ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল, শাহ মোহছেল আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার বারখাইন সরকারহাট জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে নির্মমভাবে হত্যার শিকার হন। তিনি যে দেশপ্রেম ও সাহসিকতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, আমরা আবরারের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। তারা ছাত্রলীগের সন্ত্রাস ও সরকারের দুঃশাসনের নিন্দা জানান এবং আবরারের রুহের মাগফিরাত...