ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও হজযাত্রীরা ২০২৬ সালের হজের জন্য নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) হজ-১ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, হজযাত্রীদের সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের শর্ত শিথিল করা হয়েছে। এ সুবিধা ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের জন্য প্রযোজ্য। তবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধন...