স্থানীয়দের অভিযোগ, উপজেলার ২নং পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোমরাকান্দি (নবীপুর) গ্রামে নদীর ধারে প্রতিদিন রাত ৯/১০টার পর ট্রাকভর্তি পুরোনো ব্যাটারি এনে আগুনে পোড়ানো হয়। এই কাজ চলছে গত ৫-৬ মাস ধরে। তবে এসব ব্যাটারি কোথা থেকে আসে, তা এখনো জানা যায়নি। পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই এবং প্রশাসনকে ফাঁকি দিয়ে খোলা জায়গায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করছেন স্থানীয় আমিরুল ইসলাম ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম। তার সঙ্গে আরও কয়েকজন অংশীদার রয়েছেন বলে জানা গেছে, তাদের মধ্যে আছেন ওবায়দুল্লাহ ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তি। স্থানীয়রা জানান, তারা এতটাই প্রভাবশালী যে এলাকাবাসী কিংবা সাংবাদিকরাও তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। জানা যায়, রাতের আঁধারে শ্রমিকরা কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই মুখে মাস্ক বা হাতে গ্লাভস না পরেই খোলা জায়গায় ব্যাটারি পুড়িয়ে সিসা...