এই সেবাটি ব্র্যাক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড-এর সহযোগিতায় উপলব্ধ। সাপ্তাহিক কিস্তি: ২৫০, ৫০০, ১,০০০, ২,০০০ ও ৫,০০০ টাকা। চার্জমুক্ত উত্তোলন: মেয়াদ শেষে মূল টাকা ও মুনাফা বিকাশ অ্যাকাউন্টে চলে আসে। কাগজপত্রের ঝামেলা নেই: পুরো প্রক্রিয়া মোবাইল অ্যাপের মাধ্যমে। স্বয়ংক্রিয় কিস্তি: নির্ধারিত দিনে বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি কেটে নেওয়া হবে। সাপ্তাহিক ডিপিএস খোলার ধাপ:১. বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ অপশন নির্বাচন করুন।২. ‘নতুন সেভিংস খুলুন’ এ ক্লিক করে ডিপিএস নির্বাচন করুন।৩. সেভিংসের উদ্দেশ্য, মেয়াদ (৬ বা ১২ মাস) এবং সাপ্তাহিক কিস্তির পরিমাণ নির্বাচন করুন।৪. পছন্দের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে নিন এবং বিস্তারিত তথ্য যাচাই করুন।৫. নমিনির তথ্য পূরণ করে বিকাশ পিন দিয়ে নিশ্চিত করুন। প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে কিস্তি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। যদি...