চাঁদপুর আদালত প্রাঙ্গণে দুই অবুঝ যমজ শিশুকে নিয়ে বাবা-মায়ের কান্না ও টানাটানির হৃদয়বিদারক দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহিমের আদালতে মামলার রায় ঘোষণার পরপরই এ দৃশ্যের সৃষ্টি হয়। আদালত সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর ইউনিয়নের সন্তোষপুর বেপারী বাড়ির মিজানুর রহমানের ছেলে তারেক রহমান (২৮) ও একই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার দম্পতির ঘরে ২০২২ সালের ২১ অক্টোবর জন্ম নেয় যমজ দুই পুত্র সন্তান — হাসান ইসলাম রেদোয়ান ও হোসাইন ইসলাম। তবে পারিবারিক কলহের জেরে ২০২৪ সালের শেষের দিকে সুমাইয়া এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। কিছুদিন পর সেই সংসার ভেঙে গেলে তিনি পুনরায় তারেকের সংসারে ফিরতে চান। কিন্তু তারেক রাজি না হওয়ায় সুমাইয়া তারেকের বিরুদ্ধে যৌতুক মামলা ও...