নিচে দেওয়া হলো তিনটি কার্যকর পদ্ধতি, যা ১ মিনিটেই ঘরের ভেতরে ভালো নেটওয়ার্ক নিশ্চিত করতে সাহায্য করবে: ১. নেটওয়ার্ক টাইপ পরিবর্তন করুনফোনের Settings → SIM Cards & Mobile Networks অপশনে যান। যদি ফোরজি (4G) চালু থাকলেও নেটওয়ার্ক দুর্বল হয়, তবে সাময়িকভাবে 2G only অথবা 3G preferred করে দিতে পারেন। এতে সাধারণ কলের নেটওয়ার্ক অনেকটা স্থিতিশীল থাকে। তবে মনে রাখবেন, এভাবে ইন্টারনেট স্পিড কিছুটা কমে যেতে পারে। ২. এয়ারপ্লেন মোড ব্যবহার করুননেটওয়ার্ক দুর্বল হলে ফোনকে ৩০ সেকেন্ডের জন্য Airplane Mode-এ রাখুন এবং তারপর আবার চালু করুন। এতে ফোন নতুন করে নেটওয়ার্ক টাওয়ার খুঁজে পায় এবং বেশিরভাগ সময়ই নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে আসে। ৩. সঠিক অপারেটর বেছে নিনআপনার এলাকার কোন অপারেটরের টাওয়ার সবচেয়ে শক্তিশালী তা যাচাই করুন। যদি এলাকার ৮০–৯০% মানুষ একটি নির্দিষ্ট...