পাশাপাশি শিক্ষা উপদেষ্টা আধাসরকারি চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ উন্নীত এবং শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় উন্নীতকরণের প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এজেড মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠিতে বলা যায়, শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ, মেডিকেল ভাতা মাসিক ৫০০ টাকা ও বাড়ি ভাড়া মাসিক এক হাজার টাকা হারে পাচ্ছেন। সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির অনুরোধ জানিয়ে একটি আধাসরকারি পত্র অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠান শিক্ষা উপদেষ্টা। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের মেডিকেল ভাতা ৫০০ টাকা হতে এক হাজার টাকা ও বাড়ি ভাড়া...