০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম মানিকগঞ্জে জেলা সদরের সঙ্গে দৌলতপুর উপজেলার বিকল্প যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বহুল প্রত্যাশিত ঘিওর উপজেলার বৈকুন্ঠপুর–সিংজুরি সড়কের কালিগঙ্গা নদীর উপর প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ৩০৩ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রকল্প এলাকার ম্যানেজমেন্ট সভার মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। সেতু নির্মাণ স্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী হূমায়ূন কবিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলজিইডি কর্মকর্তারা। পরে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাইট হস্তান্তর করেন। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ সেতুটির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেতুটি নির্মাণ সম্পন্ন হলে মানিকগঞ্জ জেলা সদরের সঙ্গে ঘিওর, দৌলতপুর...