অবসরের কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবা লিখেছেন, ‘হ্যালো, আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শেষ করার সময় এসেছে। এ মৌসুমের শেষে একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস, পরিপূর্ণতা এবং আনন্দের সাথে এ সিদ্ধান্ত গ্রহণ করছি।’ স্পেনের সাবেক ফুলব্যাক বার্সেলোনাকেও স্মরণ করেছেন। বার্সেলোনার জন্য লিখেছেন, ‘বার্সেলোনা আমার জীবনে এমন এক ক্লাব, যে আমাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে, ক্যারিয়ারের শিখরে পৌঁছাতে এক অবিস্মরণীয় দশকেরও বেশি সময় এবং সম্ভাব্য সকল শিরোপা জয় করতে দিয়েছে।’ স্পেন জাতীয় দলকে নিয়ে আলবা লিখেছেন, ‘স্প্যানিশ জার্সি পরতে পেরে গর্বিত এবং এ ইতিহাসের অংশ হতে পেরে দলের প্রতি কৃতজ্ঞ।’ ‘এবং, পরিশেষে ইন্টার মিয়ামির প্রতি, আমার জন্য তোমার দরজা খুলে দেয়ার জন্য, ভালোবাসা দিয়ে আমাকে স্বাগত জানানোর জন্য এবং শেষ মুহূর্ত...