০৭ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “শহীদ আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেছিলেন, তা আজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক।” প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে আবরার ফাহাদের জীবনী, তার দেশপ্রেম ও ন্যায়বোধ তুলে ধরা হয়। বক্তারা আবরারের আত্মত্যাগকে জাতির চেতনা জাগ্রত করার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা...