বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে অটোরিকশার চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার বাংলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের নাম আব্দুল মজিদ হাওলাদার (৭০)। তিনি পশ্চিম মহেশপুর গ্রামের মৃত হাতেম হাওলাদারের ছেলে। সন্ধ্যার সময় তিনি বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...