পাকিস্তান বিমানবাহিনীর কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা পুনরায় জোরদার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, এই চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে পাকিস্তান এআইএম-১২০ডি-৩ উন্নত মধ্যপাল্লার এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এএমআরএএএম) সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ পাবে। রোথিয়ন কোম্পানিকে দেওয়া ২.৫ বিলিয়ন ডলারের এই চুক্তির অধীনে পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য মার্কিন মিত্রদের জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে বলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ নিশ্চিত করেছে। এআইএম-১২০ডি-৩ হলো এএমআরএএএম পরিবারের সর্বশেষ প্রজন্ম, যা ‘বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ’ (বিভিআর) যুদ্ধের জন্য তৈরি। এটি শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্রকে আরও বেশি নিখুঁততা ও দীর্ঘ পাল্লায় আঘাত করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নতুন ক্ষেপণাস্ত্র ক্রয়ে পাকিস্তানের এফ-১৬ বহরের হামলা ও প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের ২০১০...