জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য গর্ভধারণ ও প্রসূতি সেবাকে কেন্দ্র করে নতুন বার্তা দিয়েছেন। তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) একটি ফেসবুক পোস্টে সরাসরি ডাক্তারদের সতর্ক করে বলেছেন, “ভয় দেখিয়ে সিজার করাটা ডাক্তারি নয়, ডাকাতি। পরে সরি বলার টাইম পাবেন না।” পিনাকী বলেন, মাতৃত্ব কোনও রোগ নয়, বরং এটি সৃষ্টিকর্তার রহমত। তাই রোগীর মতো ভেবেই মাতৃত্বকে চিকিৎসার খাতায় বেঁধে ফেললে তা ভুল। তিনি আরও যোগ করেন, যথাযথ প্রশিক্ষিত ধাত্রী এবং পর্যাপ্ত প্রসুতি বেডের ব্যবস্থা না থাকলে গাইনেকোলজিস্টরা কিভাবে নিরাপদ ফলোআপ দিতে পারবেন। তিনি সরকারকে মাতৃত্ব সেবার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাপ দেওয়ার আহ্বান...