বেনাপল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের চলাচল ২০ শতাংশ কমে গেছে। এর কারণ নতুন ভিসা নিয়ম ও অনলাইন আগমন ফর্মের জটিলতা। ভারতীয় দূতাবাস পহেলা অক্টোবর থেকে ৭২ ঘণ্টা আগে অনলাইনে তথ্য পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে নেওয়া বাধ্যতামূলক করেছে। যাত্রীদের অভিযোগ, সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে এবং অতিরিক্ত খরচও হচ্ছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত টুরিস্ট ও স্টুডেন্ট ভিসা বন্ধ করেছে। বর্তমানে কেবল মেডিকেল ভিসা চালু আছে, সেটিও জটিল শর্তে। বেনাপল বন্দরের পরিচালক শামিম হোসেন...