বরিশালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পক্ষপাতিত্ব করে অন্য দলের বিজয় নিশ্চিত করার অভিযোগে রেফারির ওপর হামলা করেছে পরাজিত দলের সমর্থকরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।হামলার শিকার রেফারির নাম মো. আব্দুর রহিম। তিনি ভোলা জেলার রেফারি। ডিসি গোল্ডকাপ টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য তাকে বরিশালে আনা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে চলমান বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের বরিশাল সদর বনাম মুলাদী উপজেলা দলের খেলা ছিল। খেলাটি শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ফলে ৯০ মিনিটের খেলায় কোনো পক্ষই গোল দিতে পারেনি।পরে টাইব্রেকারে ২-১ গোলে বরিশাল সদর উপজেলা দল বিজয়ী হয়। বিজয়ের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে দর্শক সারিতে থাকা মূলাদীর দর্শকরা রেফারি আব্দুর রহিমের ওপর হামলা করেন। এ সময় অনুষ্ঠান মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনও...