পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, বিএনপি করতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকে মারা গেছেন। অনেকে লড়াই করে এখনো টিকে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে যোগ্য প্রার্থীকেই তারেক রহমান মনোনয়ন দেবেন। কার কত ইমেজ, কার কত ভোট আছে, তার গোয়েন্দা রিপোর্ট দলের হাইকমান্ডের কাছে আছে। আমি ছিলাম আপনাদের সাথে, আমি আছি আপনাদের সাথে এবং আগামীতে যদি আপনারা আমার সাথে থাকার সুযোগ দেন, আপনাদের সাথে থাকব, ইনশাআল্লাহ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অমৃতকুন্ডা হাট চত্বরে মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহব্বত মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক...