সালিহ:এ সম্পর্কে আদালাহকে কোনো তথ্য সরবরাহ করছে না ইসরাইলি কর্তৃপক্ষ। তবে আমাদের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত ১৩৮ জন শান্তিকর্মী এখনো ইসরাইলের হেফাজতে আছেন। মঙ্গলবার আরও কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। যুগান্তর:তাদের জাতীয়তা সম্পর্কে কি আপনার কাছে সঠিক তথ্য আছে? সালিহ:মানবাধিকারকর্মীরা বিভিন্ন দেশের নাগরিক। তবে কারাগারে এখনো যারা আছেন, তাদের সম্পর্কে সম্পূর্ণ পরিচিতি নিশ্চিত করেনি ইসরাইলি কর্তৃপক্ষ। সালিহ:বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে মানবাধিকারকর্মীদের আশদোদ বন্দর থেকে ইসরাইলের মিসর সীমান্তবর্তী কৎসিওত কারাগারে স্থানান্তর করা হয়েছে। জেলখানাটি ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের জন্য কুখ্যাত। যুগান্তর:সব মানবাধিকারকর্মীই কি একই কারাগারে আছেন? তারা কি কারাপোশাক পরে আছেন? সালিহ:হ্যাঁ, সব শান্তিকর্মী একই কারাগারে আছেন এবং তাদের কারাগারের পোশাক দেওয়া হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনফ্লোটিলা থেকে আটক সুইডিস নারীকে গ্রীসে পাঠাচ্ছে ইসরাইল যুগান্তর:কৎসিওত কারাগারে তাদের আটক অবস্থার পরিবেশ সম্পর্কে একটি...