ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ দেশ আমাদের সবার। সব ধর্মাবলম্বীকে নিয়ে আমাদের পথ চলা। তিনি আরও বলেন, রামুর জাহাজ ভাসা সংস্কৃতির মাধ্যমে আমরা শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। কক্সবাজারের রামুতে কল্পজাহাজ ভাসা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রামুর চেরাঘাটায় বাকঁখালী নদীতে কল্পজাহাজ ভাসানো হয়। রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উৎযাপন পরিষদের আহ্বায়ক মিথুন বড়ুয়া এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক সত্যজিৎ বড়ুয়া। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘কদিন আগে দুর্গাপূজা উদযাপন হয়েছে। এরআগে জন্মাষ্টমী এবং কদিন পর কঠিন চিবর দান অনুষ্ঠিত হবে। এগুলো একটা দেশের মানুষের ধর্মচর্চা, সংস্কৃতি, কৃষ্টি-কালচার। নিজ নিজ অবস্থান থেকে এটা প্রকাশ করতে পারাটাই বিশালতা।’ রামুর ঐতিহ্যময় জাহাজ...