মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশির মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন এ পদে থাকা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাউশির ডিজি পদ পেতে আগ্রহী শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের আবেদন চাওয়ার পর মঙ্গলবার তিনি ওই বিভাগের সচিবের দপ্তরে অব্যাহতির আবেদন করেন। এ বিষয়ে মন্তব্য জানতে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং অধ্যাপক মুহাম্মদ আজাদ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি। তবে বিভাগে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অধ্যাপক মুহাম্মদ আজাদ খানের আবেদন জমা পড়ার বিষয়টি জানিয়েছেন। আবেদনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে নথিভুক্ত করা হয়েছে। আবেদনে অধ্যাপক মুহাম্মদ আজাদ খান লিখেছেন, "স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন...