বরিশালের মুলাদী উপজেলায় মাহেন্দ্র উল্টে চাপা পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপ-সচিব নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার কাজিরচর প্যাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন। নিহত মো. ফরহাদ হোসেন (৫০) বরিশালের মুলাদী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল কাদেরের ছেলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপ-সচিব ছিলেন। ওসি জহিরুল বলেন, “চরলক্ষ্মীপুর গ্রামের নন্দীর বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে বিকালে মুলাদীর উদ্দেশ্যে রওনা দেন ফরহাদ। মীরগঞ্জ থেকে খেয়া পাড় হয়ে একটি মাহেন্দ্র করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। চালকের পাশের আসনে বসে ছিলেন তিনি। “মাহেন্দ্রটি প্যাদারহাট বাজার এলাকায় পৌঁছালে একটি কুকুর সামনে পড়ে। কুকুরটিকে বাঁচাতে চালক ব্রেক করলে মাহেন্দ্রটি উল্টে গিয়ে তাতে চাপা পড়েন উপ-সচিব। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত...