অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কোনোমতে দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে "সেফ এক্সিট" বা নিরাপদে সরে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদেরকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেছেন, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। মঙ্গলবার নওগাঁয় এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। "কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন, আর দেশের বাইরে থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না," বলেন এনসিপির এই নেতা। "তারা যদি এতকিছু এত বড় ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে, সবাই না- গুটি কয়েক,...