মূল্যস্ফীতি বাড়লেও দেশের অর্থনীতি স্বস্তিতে রয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সেই জন্য আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। মূল্যস্ফীতিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ- কোনো কোনো গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের সংবাদের বিষয়ে তিনি বলেন, আমাদের ভিত্তিই (মুদ্রাস্ফীতি) তো খারাপ ছিল। এটাকে নামিয়ে আনা খুব ডিফিকাল্ট ছিল, তবুও আমরা নামিয়ে এনেছি। এটা ১১-১৪ শতাংশে ছিল, তারপরে নামিয়ে ৮ শতাংশে এনেছি। ওটা যদি ৭ শতাংশে থাকত, ওখানে যদি ৪ শতাংশে নামিয়ে আনতে পারতাম... সবাই মহানন্দ হতো। তিনি আরও বলেন, আমরা এখনো অনবরত ফুড ও নন-ফুড মূল্যস্ফীতি কমাতে চাচ্ছি। নন-ফুডটা একটু ডিফিকাল্ট। নন-ফুড বাস...