চীনের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি ( ইভি) প্রস্তুতকারক সংস্থা বিওয়াইডি যুক্তরাজ্যের বাজারে বিশাল সাফল্য অর্জন করেছে। সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বর মাসে তাদের বিক্রি গত বছরের এই সময়ের তুলনায় ৮৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অভূতপূর্ব বৃদ্ধির ফলে যুক্তরাজ্য এখন চীনের বাইরে বিওয়াইডির সবচেয়ে বড় একক বাজার। সেপ্টেম্বর মাসে বিওয়াইডি যুক্তরাজ্যে মোট ১১ হাজার ২৭১টি গাড়ি বিক্রি করেছে। তাদের সিল ইউ স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল-এর প্লাগ-ইন হাইব্রিড সংস্করণ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। মোট গাড়ি বিক্রিতে বিওয়াইডির বাজার অংশীদারিত্ব সেপ্টেম্বরে ৩.৬ শতাংশে পৌঁছেছে। যুক্তরাজ্যে বিওয়াইডির এই বিশাল সাফল্যের পেছনে মূল কারণ হলো, দেশের শুল্কনীতি। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারগুলো চীনা ইভি আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ করলেও ব্রিটেন এখনও চীনা গাড়ির ওপর কোনো শুল্ক আরোপ করেনি। এই শুল্ক-মুক্ত প্রবেশাধিকার বিওয়াইডিকে তাদের পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায়...