নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ১৭৮ রানের জবাবে ১০৩ রানে ইংলিশদের ৬ উইকেট তুলে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল নিগার সুলতানারা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার ছাপ রেখে অধিনায়ক হিদার নাইট সপ্তম উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি। এটাই গড়ে দেয় পার্থক্য। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে শেষ হাসি হেসেছে ইংলিশ দল। নাইট ১১১ বলে ৭৯ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচসেরাও তিনি। তাতে ছিল ৮টি চার ও ১টি ছয়ের মার। সঙ্গী চার্লি ডিন ৫৬ বলে খেলেন অপরাজিত ২৭ রানের ইনিংস। তাদের জুটিতে ৪৬.১ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে এদিনও শুরুতে বল হাতে প্রতিপক্ষকে কাবু করে ছাড়েন পেসার মারুফা। ৫ ওভারে ২৮ রানে নেন ২ উইকেট। পরে বাংলাদেশ ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করে...