গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি দিতে একমত রাজনৈতিক দলগুলো। তবে দুটি বিষয়ে জটিলতা রয়েছে। প্রথমত গণভোট সংসদ নির্বাচনের দিনে নাকি আগে। দ্বিতীয়ত যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট (আপত্তি) রয়েছে, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কী হবে-এ বিষয়ে মঙ্গলবার অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে নেতৃত্ব দেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে কমিশন। জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (৭ অক্টোবর) যুগান্তরকে বলেন, ৫ তারিখে রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করে কীভাবে একটি জায়গায় আসা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, এর আগে সনদ বাস্তবায়ন ইস্যুতে বিশেষজ্ঞদের মতামত ছিল-সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিমকোর্টের মতামত নেওয়া। কিন্তু সেটি...